সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরের দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর শিক্ষার্থী ইমরুল হাসান রাহুলকে নিখোঁজের ১৫ দিনের মাথায় উদ্ধার করেছে পিবিআই যশোরের একটি টিম। উদ্ধারের পর উঠে এসেছে সে মুলত আত্মগোপনে ছিলো। ইমরুল যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়া গ্রামের সেনাবাহিনীর অবসারপ্রাপ্ত সার্জেন্ট খলিলুর রহমানের ছেলে। গত ১৪ নভেম্বর স্কুলে যেয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় ইমরুলের বাবা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরী করেন। একই সাথে পিবিআইএর স্বরণাপন্ন হন। পিবিআই যশোরের ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন (পিপিএম) বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে এসআই জিয়াউররহমান, এসআই স্নেহাশীষ দাশ ও এসআই ডিএম নূরজামাল হোসেনকে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেন। যশোর ও খুলনা জেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার খুলনা জেলার ফুলতলা উপজেলার দামুদার গ্রাম থেকে উদ্ধার করে।
পিবিআই এর একটি সূত্র জানায়, ইমরুল দাউদ পাবলিক স্কুলের ক্লাস মনিটর ছিলেন। তার ক্লাশের এক শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে স্কুলে আসে। ফোন নিয়ে স্কুলে আসা নিষেধ থাকায় বিষয়টির প্রতিবাদ জানান ইমরুল। এসময় একটি পক্ষ তাকে শাষায় স্কুল ছাড়ার হুমকি দেয়। সেই অভিমানে ইমরুল স্কুল থেকে সাইকেল নিয়ে আত্মগোপনে চলে যায়। প্রথমে তিনি অভয়নগরের যান। সেখানে একটি হোটেলে কাজ করেন। এরপর ফুলতলায় যেয়ে একটি নাসার্রিতে কাজ নেন। সেখানে একজনের মোবাইল ফোন নিয়ে নিজের ফেসবুক লগিন করেন। ওই লগিনের পরই পিবিআই লোকশন শনাক্ত করতে পারে। এরপর ফোনের আইএমই ট্রাকিং করে ইমরুলকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
Leave a Reply