সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:১৪ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
উপশহর ট্রাক স্ট্যান্ড এলাকায় ইয়াবা বেচাকেনার অভিযোগে সুমন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া (ফুলতলা) এলাকার লাল মিয়া ওরফে লালুর ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
উপশহর পুলিশ ক্যাম্পের একটি টিম গোপন সূত্রে খবর পান উপশহর ট্রাকস্ট্যান্ড এর সামনে অবস্থান নিয়ে ইয়াবা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিতিতে সেখানে উপশহর পুলিশ ক্যাম্পের চৌকসদল ওই এলাকায় অভিযান চালায় । এসময় ইয়াকা বিক্রেতা সুমন হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার ২৯ নভেম্বর সুমন হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply