সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন
বড্ডো হারিয়ে যেতে ইচ্ছে করে
কোনো এক অজানা জঙ্গল
কিংবা কোনো অচেনা পাহাড়ে।
ভাবছো বুঝি বলছি আবোল তাবোল?
যেতে চাই না কোনো নদীর ধারে,
আমার এলোমেলো ‘ আমি ‘ যদি
কোনোভাবে নদীর আরশিজলে
যায় ধরা পড়ে?
মনে হয় পালিয়ে যাই একবার
সবকিছু ছেড়েছুঁড়ে, কারুকেই কিছুই না বলে,
কাঁধে ফেলা চাদরের মতো বিপুল দায়ভার।
কিইবা হবে যদি কোনোদিন সত্যিই যাই চলে?
নাহয় কিছু কথা হবে ফিসফাস;
সবারই তো থাকে কানে কানে কিছু বলবার,
টেবিলে থাকা আধখাওয়া প্যাকেটের সিগারেট,
চশমা, ঘড়ি, প্রিয় কলম আর কিছু বদ অভ্যাস।
জন্মসূত্রে অর্জিত একটাই জীবন আমার,
আমি তো আমার মতো থাকতেই পারি;
নাহয় বলবে লোকে…..
একটা বেসামাল দায়িত্বজ্ঞানহীন পুরুষ,
অথবা বেশরম বেআব্রু নারী।
Leave a Reply