সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন
শুধু তোমার জন্যই এখনো রাত্রি জেগে
বসে থাকি ক্লান্তিতে ঘুম নেমে আসলেও
এই বেলা অবেলায়! তুমি আমার আরাধ্য
সারা জীবনের।একজন ভিক্ষুকের তো
অনেক দরজা আছে চাওয়ার,
একখানে দুয়ার বন্ধ হলেও
হাজার দুয়ার খোলা আছে এবং থাকেও তা।
আমার বেলায় কিন্তু সে সুযোগ নেই একদমই,
ভালবেসে কাছে টেনে নাও যদি তবে
নাচি তা ধিন ধিন আর যদি দূরে ঠেলে দাও
সকাল কিংবা সন্ধ্যা বেলায়,
ঘুরে ঘুরে আবার কোথায় যাবো?
এই প্রেমিক মুসাফিরের
মঞ্জিল শুধু তুমি পর্যন্ত পৌছানো।
আমি চাই তুমি থাকো
আমার উচ্চারিত প্রতিটি ধ্বনি প্রতিধ্বনিতে,
প্রতিটি শ্বাস ও প্রশ্বাসে, চোখের সামনে দৃশ্যমান
এবং অদৃশ্য প্রতিটি সুন্দরের মেলায়,
প্রতিটি ভয়ংকর প্রলয় ও ধ্বংসের মধ্যে,
থাকো আমার হৃদয়ের একদম গহীন কন্দরে।
Leave a Reply