সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৩:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর কোতয়ালী থানা পুলিশ শহরে অভিযান চালায়। এ সময় নাইন এম এম পিস্তলসহ ইমরান হোসেন নামে এক মুদি দোকানদারকে আটক করেছে। সে যশোর শহরের বারান্দিপাড়া বউ বাজার এলাকার মোতালেবের ছেলে।
বুধবার ( ২৩ অক্টোবর) ভোরে পুলিশ তাকে অস্ত্রসহ আটক করে।
যশোর কোতয়ালী থানার ইন্সপেক্টর আপারেশন তাসমিম আলম জানান,বুধবার ভোর ৬টার দিকে শহরের বারান্দিপাড়া বৌবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইমরান হোসেনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে নাইন এমএম পিস্তল,তিনরাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
যশোর কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
Leave a Reply