বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৭:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নিরাপদ সড়ক দিবসে যশোরে ট্রাক চাপায় মারা গেছে মহিদুল ইসলাম নামে এক স্কুল ছাত্রের। সে পিরোজপুর জেলার কাউখালি উপজেলার হুগলা গ্রামের সার্জেন্ট মাহাবুবুর রহমানের ছেলে৷ ও যশোর শহরের আরবপুর পাওয়ারহাউজ এলাকার সালাউদ্দিনে বাড়ির ভাড়াটিয়া মাহাবুর রহমানের ছেলে। সে যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের নতুন খয়েরতলা কৃৃৃৃষিফার্ম এর সামনে দুর্ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক(এসআই) মনিরুজ্জামান জানান, মহিদুল বাইসাইকেল যোগে স্কুলে যাচ্ছিল। নতুন খয়েরতলা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সামনে পৌছুলে পিছন থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় উদ্ধতন কর্তি পক্ষের অনুমতি ক্রমে লাশবিনা ময়না তদন্তে দেওয়া হয়েছে৷
Leave a Reply