বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৫:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শহরের ভৈরব নদের পাড় থেকে সোহাগ হোসেন নামে এক কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মোল্যাপাড়া আমতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
নিহতের ভাই মিলন হোসেন জানান সোহাগ হোসেন হামিদপুর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। রোববার রাত ১১টার দিকে রায়হান নামে এক যুবক তাকে ডেকে নিয়ে যায়।
ভৈরব নদ এলাকার বাসিন্দা বাসুদেব রায় জানায় সোমবার বেলা ১১টার দিকে নদে ঘাস কাটতে গিয়ে এক যুবক পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। এ সময় তারা ঘাসের মধ্যে সোহাগ হোসেনের গলাকাটা ও বুকে একাধিক ছুরিকাহত অবস্থায় পড়ে আছে।
খবর পেয়ে যশোর কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় । পরে পুলিশ সোহাগ হোসেনের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কোতয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান কারা কি কারণে এ খুন করেছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। পুলিশ অভিযান শুরু করেছে।
Leave a Reply