সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১০:১২ অপরাহ্ন
হারুন অর রশীদ : যে শয় সে রয়, যে শয়না, সে রয়না। এ প্রবাদ বাক্যটি আজ বাস্তবে রুপ নিতে শুরু করেছেন জননেত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জে ছোট্ট একটি গ্রামের নাম টুঙ্গীপাড়া। সেই গ্রামের ছোট্ট খোকাটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো একটি সোনার বাংলা গড়ার। সেই স্বপ্ন এক রাতেই ভেঙ্গে চুরমার করে দিলো ঘাতকরা। ছোট্ট খোকাটির সেই স্বপ্ন বাস্তবায়নে অক্লান্ত শ্রম,ত্যাগ স্বীকার ও ধৈর্য্য ধরে হাল ধরলেন আমাদের জননেত্রী শেখ হাসিনা।
জাতীর জনক তার জীবন শৈশব উৎসর্গ করেছিলো এদেশের খেটে খাওয়া মানুষের জন্য সুন্দর সমাজ গড়ার জন্য নিজেদের বাঁক স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন শত্রুদের সাথে তিনার আদর্শ দল গঠন করেছিলেন অন্যায়ের প্রতিবাদ করার জন্য। তার সেই সরলতাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর খোস পাল্টানো নেতা বনে দেশের সম্পদকে বিদেশে বাড়ী গাড়ী ধন সম্পদ পাচার করে আবার দেশকে অচল করার প্রচেষ্টা লিপ্ত হয়েছে। জিকে শামীমের মতো, সেলিম প্রধানদের মতো ব্যক্তিরা, কথায় বলে রাখে আল¬া মারে কে ? রাজধানী ঢাকার ক্যাসিনো গুলো থেকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সে পরিমান অর্থ স্বর্ণ অলংকার, মাদক উদ্ধার করছে। এ সমপ্ত ঘটনাগুলো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া দেখে, সারা শহর হোটেল রেস্তরা,চায়ের দোকান, পানের দোকান সহ ওলিতে গলিতে রিক্সা চালক থেকে শুরু করে প্রবীন রাজনীতিবিদ, মুদির দোকানদার সকলের মুখে মুখে একই কথা এমন যদি অভিযান চলে আর অবৈধ অর্থ উদ্ধার করে তাহলে আমাদের সোনার বাংলা গড়ার স্বপ্ন অচিরেই সম্ভব। বলা বাহুল্য যদি একটু গভীর ভাবে ভাবি তাহলে দেখা যায় আজ জাতির জনক তার জীবনের বিনিময় নয় মাসের যুদ্ধের স্বাধীনতা যদি আমরা না পেতাম তাহলে কী এ সমস্ত মানুষের হাজার কোটি টাকার পাহাড় বিদেশে বাড়ী, দেশে আলিশান বাড়ী, প্যারাডো গাড়ী হতো, যুদ্ধের সময় যদি লাগতো অনেক তাহলে বুঝতো থাকবো কোথায় খাবো কি ? সেই জাতির জনকের ধৈর্য্যরে ফসল এক এক করে বাস্তবে রুপ দেবেন বলে সচেতন মহল মনে করেন। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শোনা যায় মানুষের মুখে মুখে এখন শুধু ক্যাসিনো আর ক্যাসিনো। সাধারন খেটে খাওয়া মানুষ গুলো জানতে চায় সমাজের কাছে সাধারন মানুষের কাছে এ সমস্ত অপরাধীরা দেবতার মতো তাদের বিচরন তাই আজ সময় এসেছে সমাজ থেকে এসব সমাজবিরোধীদেরকে শুধু দল থেকে নয় সমাজ থেকেও বহিস্কার করা উচিৎ বলে ৯০% শতাংশ মানুষের মন্তব্য। তাহলে আগামী দিন গুলো স্বাচ্ছন্দে সোনার বাংলায় জাতির জনকের স্বপ্নের মাটি, মধ্যম আয়ের দেশ বাংলাদেশ হবে এটায় আমাদের প্রত্যাশা।
Leave a Reply