বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৮:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিনা নোটিশে যশোর মেডিকেল কলেজের ২৫ জন আউটসোর্সিংয়ের কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অভিজ্ঞতার আলোকে চাকরি পাওয়ার দাবীতে শনিবার প্রেসক্লাব যশোরে ভুক্তভোগী রফিকুল ইসলাম এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান যমেক আউটসোর্সিংয়ের মাধ্যমে ২০১২-১৩ অর্থ বছর থেকে তারা ৬৫জন বিভিন্ন পদে চাকরি করে আসছেন। হঠাৎ করে কোন কারণ ছাড়ই ১০ জুন ২৫ জন কর্মচারিকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। বেতন-ভাতার বিভিন্ন দাবি নিয়ে তাদের সংশ্লিষ্ট ঠিকাদার ও যশোর মেডিকেল কলেজের হিসাবরক্ষক জয়নাল আবেদীনের সাথে দীর্ঘদিন ঝামেলা ছিল। এ কারণে বিনা নোটিশে ২৫ জন চাকরি থেকে বাদ দেয়া হয়। এতে ২৫ জন কর্মচারি পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন-যাপন করছেন। তারা চাকরি ফিরে পাওয়ার দাবি জানান।
Leave a Reply