রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে ফিরোজ হোসেন (৫৫) নামে এক সনি র্যাংসের কর্মকর্তা বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার তারাইল গ্রামের বজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান শুক্রবার সকালে ফিরোজ হোসেন মোটরসাইকেল চালিয়ে যশোরে আসছিলেন। পথিমধ্যে যশোর নড়াইল সড়কের ভায়না মোড়ে পৌছালে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। খবর পেয়ে চাদপাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্ন করে।
যশোর সদরের চাদপাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ মিলন মন্ডল জানান বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
Leave a Reply