রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় চিননিদ্রায় শায়িত হলেন যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের ডিএম শাহিদুজ্জামান। শুক্রবার বাদ জুম্মা যশোর কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজের জানাজা অনুষ্টিত হয়। পরে তাকে শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়।
ঢাকায় তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। শুক্রবার সকালে ঢাকা থেকে তার মরদেহ যশোর চুড়িপট্টি বাসায় আনা হয়। পরে বেলা ১১ টায় তার মরদেহ নেয়া হয় উদীচী যশোর কার্যালয়ে।
এ সময় বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী, খুলনা বিভাগীয় উদীচী সংসদ, কুষ্টিয়া উদীচী সংসদ, সাতক্ষীরা উদীচী সংসদ, চুয়াডাঙ্গা উদীচী সংসদ, দিনাজপুর উদীচী সংসদ, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোট, শিল্পকলা একাডেমি, ভৈরব সাংস্কৃতিক সংগঠন, যশোর পূজা উদযাপন পরিষদ, ভারতের নাট্যদল যুগের যাত্রী ও অঙ্গণ, সুরধনী সংগীত নিকেতন, আশাশনি সংগীত নিকেতন, পুনশ্চ যশোর, বিবর্তন যশোর, জেলা বাচিক শিল্পী গোষ্ঠী, শেকড় যশোর, জাতীয় রবীন্দ্র সংগীত পরিষদ যশোর জেলা শাখা, সুর নিকেতন, ভবের হাট যশোর, মাইকেল সংগীত একাডেমি, চাঁদের হাট, তীর্যক যশোর, স্বপ্ন দেখো সমাজ কল্যাণ সংস্থা, বাউলিয়া নৃত্যবিতান, বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর কমিউনিস্ট পার্টি, জেলা জাসদ, জেলা যুবলীগ, যশোর ছাত্র ইউনিয়ন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক প্রতিদিনের কথা, দৈনিক কল্যাণ, জেলা ছাত্রদল, অক্ষর শিক্ষালয়, যশোর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে চিরবিদায় জানানো হয়।
Leave a Reply