রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০২:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে মোমিন হোসেন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে যশোর সদর উপজেলার চানপাড়ার মৃত মোসলেম মোল্যার ছেলে এবং যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে শশুর মতিয়ার রহমানের বাড়িতে বসবাস করে।
মোমিনের বোন ময়না বেগম জানান, মোমিন রড মিস্ত্রির সহকারি হিসেবে কাজ করে। বুধবার সদর উপজেলার রূপদিয়া বাজারের পাশে একটি নির্মাণাধীন দ্বিতলার ছাদের কাজ করছিলেন। দুপুর দেড়টার দিকে সে পড়ে যান। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালের সার্জারী বিভাগের ইন্টার্ণ ডাক্তার সৌরভ সরকার তার মৃত্যু নিশ্চিত করেন।
Leave a Reply