কবিতাঃ আকুতি
কবিঃ খালেদা বেগম লাভলী
এত ভুরি ভোজের আয়োজন তোমাদের
আধেক তোমরা খাও।
হত দরিদ্র ও পথ শিশুদের তরে
বাকী আধেক দাও।
তোমরা সমাজের বিত্তশালীরা
একটু ফিরে তাকাও।
তোমাদের দেয়া খাবার টুকুতে ওদের
সুখের সাগরে ভাসাও।
না হয়,ওদের মুখের হাসি দেখে
তোমরাও খুশি হও।
বছর জুড়ে তোমরাতো কত
ভালো-মন্দই না খাও।
অনাহারে,অর্ধাহারে আছে যারা
তাদেরও অন্ন যোগাও।
সারা বছর ধরে বহু পার্বণে
কত বস্ত্র কেনা হয়।
বস্ত্রহীনদের লজ্জা নিবারণে তার
কিছুটা দিও না হয়।
পথ পাশে ঘুমায় কত শিশুরা
ওরা যে নিরাশ্রয়।
ইমারতের পরে ইমারত গড়ে
টাকার কুমির হায়।
তোমাদের দেয়া সুদৃষ্টি ওদের
কাঁদাবে না ঝড়ো হাওয়ায়।
মাতৃভূমির প্রকৃতি দেখো কত মায়াময়,
ওরাও ভালো থাকতে পারে তোমাদের সহযোগীতায়।
Leave a Reply