বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৭:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সোমবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর মিলপট্টি জনৈক লবু বিশ^াসের বাঁশ বাগানে অভিযান চালিয়ে আমেনা বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তার দখল হতে ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। গ্রেফতারকৃত আমেনা বেগম ওই উপজেলার মাঠপাড়া,পাড়াডাঙ্গা (এতিমখানা শিশু সদন এর পিছনে মৃত আব্দুল আজিজ মোড়লের স্ত্রী।
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা জানান, সোমবার ১৪ অক্টোবর দুপদুর সাড়ে ১২ টায় গোপন সূত্রে খবর পেয়ে উক্ত বাঁশ বাগানে অভিযান চালায়। এ সময় উক্ত আসামীকে গ্রেফতার করলে তার দখলে থাকা উক্ত গাঁজা উদ্ধার করে। পরে তাকে ঝিকরগাছা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
Leave a Reply