মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৪:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: পূর্বের শত্রুতার কারণে প্রকাশ্যে শহরের জজকোর্টের সামনে থেকে এক ব্যক্তিকে অপহরণ পূর্বক পৌর পার্কের মধ্যে আটকে রেখে বিকাশের মাধ্যমে মুক্তিপণ ২লাখ টাকা দাবি করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনার পর পুলিশ খবর পেয়ে অপহরণকারী তিনজনকে গ্রেফতার ও অপহৃতা রোকনকে উদ্ধার করেছে। ঘটনাটি যশোর শহরের জজকোর্টে সামনের।
যশোরে অভয়নগর উপজেলার গুয়াখোলা প্রফেসর পাড়ার রোকনের স্ত্রী তানিয়া সুলতানা রোববার সন্ধ্যায় কোতয়ালি মডেল থানায় আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। আসামীরা হচ্ছে,যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের আব্দুল কাদের এর ছেলে রুবেল গোলদার,যশোর শহরের বেজপাড়ার ওমর এর ছেলে অমিত, মৃত মুক্তার শিকদারের ছেলে নাছির শিকদার,মৃত আব্দুর রবের ছেলে রেজাউল করিমসহ অজ্ঞাতনামা ২/৩জন।
তানিয়া সুলতানা তার দায়েরকৃত এজাহারে বলেছেন,তার স্বামী রোকন রোববার ১৩ অক্টোর তার বোনের জামাই ফারুকের একটি মামলায় যশোর জজ আদালতের হাজিরা দিতে আসে। দুপুর সাড়ে ১২ টায় রোকন জজকোটের সামনে রাস্তায় পৌছালে আসামীরা তাকে জোরপূর্বক অপহরণ করে পৌর পার্কের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর রোকনের মোবাইল ফোনের মাধ্যমে তানিয়া সুলতানার মোবাইল ফোনে ফোন করে ২লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি বিকাশ নাম্বার দেয়। তানিয়া সুলতানা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বিকেল সাড়ে ৩ টায় অভিযান চালিয়ে রোকনকে উদ্ধার ও অপহরনকারী চারজনকে গ্রেফতার করে। অন্যান্য সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হলে গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply