বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৮:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: প্রকাশ্য দিবালোকে সদর উপজেলার রুপদিয়া বাজারের অদূরে মুনসেফপুর মোড় থেকে কলেজ পড়ুয়া শিক্ষার্থী নুসরাত জাহান অরনী (১৭)কে চিহ্নিত দূর্বৃত্তরা জোরপুর্বক অপহরণ করার কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলায় আসামী করা হয়েছে,যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের আব্দুল মতলেব মোল্যার ছেলে সৈকত হোসেন ওরফে সাজ্জাদ,একই এলাকার মৃত আব্দুস মোল্যার ছেলে আব্দুল মতলেব মোল্যা ও তার স্ত্রী মোছা শাহনাজ বেগম।
যশোর সদর উপজেলার দেয়াপাড়া গ্রামের বর্তমানে শহরের ষষ্টিতলা পাড়া সুরেন্দ্রনাথ রোডের এম এ মান্নানের স্ত্রী নাসরিন সুলতানা রোববার রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে নুসরাত জাহান অরনী যশোর এমএম কলেজে লেখাপড়া করে। কলেজে আসা যাওয়ার প্রাক্কালে সৈকত হোসেন সাজ্জাদ উত্যক্ত করতো। প্রথমে প্রেমের প্রস্তাব ও পরে কু-প্রস্তাবসহ অপহরনের হুমকী দিতো। অরনী বিষয়টি বাড়িতে জানানোর ফলে তার পিতা মাতা সৈকত হোসেন সাজ্জাদের পিতা ও মাতাকে বিষয়টি জানালে সৈকত হোসেনসহ তার বাবা মা উল্টো ক্ষিপ্ত হয়ে অপহরনের হুমকী দেয়। গত ১০ অক্টোবর বিকেলে অরনী তার গ্রামের বাড়ি দেয়া পাড়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়। বিকেল সাড়ে ৫ টায় রুপদিয়া বাজার মুনসেফপুর মোড়ে পাকা রাস্তায় পৌছালে সৈকত হোসেনসহ তার সহযোগীরা নাম্বার বিহীন সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে খুলনা রোডের দিকে চলে যায়। অরনীর কাছে মোবাইল নাম্বার দিয়ে তার মায়ের নাম্বারে ফোন করে অপহরণের বিষয়টি জানালে তারা সৈকত হোসেনের মা বাবার কাছে যায়। তারা প্রথমে অরনীকে ফেরত দেয়ার কথা বললেও পরবর্তীতে ফেরত দিবে না বলে জানায়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতয়ালি মডেল থানায় রোববার রাতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অপহৃতা অরনীকে উদ্ধার কিংবা সৈকত হোসেন ও তার সহযোগীদের গ্রেফতার করতে পারেনি।
Leave a Reply