রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:৪০ পূর্বাহ্ন
তাদের হবে না মাপ
কাজী রকিবুল ইসলাম
ল্যাম্পপোস্টটা যে মাঝে মাঝে আলো দেয়
তা নিশ্চিত। আলো-আঁধারিতে পথ চলতে ভালো লাগে-
কিন্তু সে তো একটা নির্ধারিত স্থানে দাঁড়িয়ে থাকে
সামনে পিছে ডানে বামে চলতে পারে না
এমনই ল্যাম্পপোস্টের সাথে চলছি স্বাধীন দেশে।
শত সহস্র যন্ত্রণা করছি বহন
জীবন যুদ্ধে সীমাহীন যন্ত্রণা যায় না সহন
চোখের জলে কাটছে দিন রাত্রি অন্তরে দহন।
উপহাস করে বেজন্মারা নিয়ে ঝাড়ুর বহর
জাতির ক্লান্তিলগ্নে এ কেমন প্রহসন !
তাদের জন্য রইল অভিশাপ
যদি থাকে পুন্য পাপ, তাদের হবে না মাপ।
ল্যাম্পপোস্টের আলো হচ্ছে ক্ষীণ-
একটু একটু করে হবে অন্ধকার
স্বাধীন দেশে ধুকে ধুকে জীবন হচ্ছে পার।
আয় উন্নতি ভালই হচ্ছে ভিতরে ভিতরে হাহাকার।
Leave a Reply