সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০২:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: ‘নিয়ম মেনে অবকাঠানো গড়ি জীবন ও সম্পাদের ঝুকি হৃাস করি’ এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রবিবার যশোর শহরে শোভাযাত্রা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে বের হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, জেলা দুর্যোগ প্রমশন কর্মকর্তা নুরূল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানি, ফায়ার সার্ভিস যশোরের অতিরিক্ত পরিচালক মতিয়ার রহমানসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা। এছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর কালেক্টরেট স্কুলে গিয়ে শেষ হয়। এরপর স্কুল প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের কর্মীরা শিক্ষার্থীদের সমন্বয়ে দুর্ঘটনা প্রতিরোধ ও উদ্ধার কার্যক্রম নিয়ে মহড়া পরিচালনা করে।
Leave a Reply