রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৪:২৬ পূর্বাহ্ন
ভুলগুলি সব ভালোবাসায় ভরা
কাজী রকিবুল ইসলাম
ভুল নিয়ে খুব চিন্তা ছিল মনে
কি করে ভুলভাল দেবো সামাল,
একদিন রাতে বুদ্ধি এল মাথায়,
সবচেয়ে বেশি নজর রাখে কে ?
খুঁজে পেলাম অর্ধাঙ্গিনীকে।
যে একটু ভুল ধরে দিলাম ঝাড়,
সেই থেকে ভুল নিয়ে চিন্তা নাই আর।
সকাল, দুপুর, রাতে সব ভুল ধরে নিজ হাতে
আরো ভুল আছে কি না খোঁজ খবর রাখে।
আমি শুধু মিটি মিটি হাসি,খুক-খুক কাশি,
ভুল থাকে যা শুধরায় তা,
ভুল নিয়ে আর চিন্তা থাকে না।
ভুলগুলি সব ভালবাসায় ভরা,
তবুও তার ভুলের প্রতি নজর আছে কড়া।
Leave a Reply