রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরের চাঞ্চল্যকর কারখানা শ্রমিক সানি হত্যা মামলায় কবির হোসেন কুট্টির একদিনের রিমা- মঞ্জুর করেছেন আদালত। কুট্টি শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার চান্দু পকেটমারের ছেলে। একই দিন এ মামলার আরেক আসামি শংকরপুর ইসহক সড়কের দেলোয়ার হোসেনের ছেলে শেখ শোভনের রিমা- না মঞ্জুর করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক এ আদেশ দেন।
১৮ জুন সন্ধ্যায় সানিকে শংকরপুর কেন্ত্রীয় বাসটার্মিনাল এলাকায় সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি পেটা করে মারাত্মক জখম করে। সানি শংকরপুরের মতিয়ার রহমান ধনুর ছেলে । এরপর তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। খবর পেয়ে সানির বোন সম্পা খাতুন বাড়ি থেকে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। নেয়ার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের বোন সম্পা খাতুন ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ এবং পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।
Leave a Reply