মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৪:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: ৬৫টা বসন্ত পেরিয়ে আজ জীবন জিবিকার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে রণবীর দেবনাথ শিরোনামে বৃহস্পতিবার জয় বাংলা নিউজে সংবাদটি প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার পরে কয়েকজন সাদা মনের যুবক একত্রিত হয়ে শুক্রবার সকালে পৌছে যায় ওই অসহায় দুস্থ্য রণবীর দেবনাথের ছোট্ট খুপড়িতে।
০৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার জয় বাংলা নিউজে “৬৫টা বসন্ত পেরিয়ে আজ জীবন জিবিকার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে রণবীর দেবনাথ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি নজর কাড়ে যশোরের সাদা মনের কয়েকজনের। তারা সংবাদের সুত্র ধরে খুজে বের করে যশোর সদরের শেখহাটি গ্রামের শ্মশানের পাশে রণবীর দেবনাথের সেই ছোট্ট খুপড়ি।
তারা শুধুমাত্র খুজে বেরই করেনি,ওই পরিবারের দারিদ্রতা উপলব্ধি করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাৎক্ষনিক তারা নিজেদের পকেট থেকে সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন ফারুক হোসেন, আব্দুল জলিল, হাফিজুর রহমান, টিপু গাজী,মিলন হোসেন,বাবুল ইসলাম,সৈয়দ মুস্তাফিজুর,সাইফুল ইসলাম,আরিফা জাহান, সেলিম হোসেন,শহিদুল ইসলাম,দিপু গাজী ও শরিফ হোসেন প্রমুখ।
Leave a Reply