বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০৭:১৬ অপরাহ্ন
দেও মৃত্যুদন্ড
কাজী রকিবুল ইসলাম
নেতা-নেত্রী দেয় মিথ্যা ভাষণ,
মোড়ে মোড়ে দেখি তাদের পিকচার
সাধারণ জনতা হাসে, দেয় ধিক্কার।
ফালতু কথা নিয়ে কেউ করে ঘেউ ঘেউ,
কাজের কথাও বলে মাঝে মাঝে কেউ।
দুর্নীতিবাজরা মরেনা লাজে,
কুচক্রীরা চক্রান্তের সাজ সাজে !
কথা আর কাজে যারা প্রমাণ দেয় ব-,
নকল ভেজাল উৎপাদনকারীকে দেও মৃত্যুদন্ড !
নকল ভেজাল যে করে বিপনন
তার সাজা, রেখে দেও তারে জেলে আজীবন।
উচ্চ আদালত এই আইনটা পাস করে দিলে
সাধারণের জান-জীবন, থাকতো সহিসালামতে।
Leave a Reply