মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৪:৫১ পূর্বাহ্ন
তোমার জন্য
কাজী রকিবুল ইসলাম
যখন বাজে তোমার পায়ের পায়েল
ভালোবাসার ঘা‘য়ে আমি হই ঘায়েল,
হয়ে যাই আরও বেশি অস্থির
তোমায় ভালোবাসবো করেছি মনস্থির।
তুমি তো কিছু বলো না, কিছু কি শোনো না ?
হয়ে থাকো যদি তুমি বদির,
তাতে আমার নাই কিছু ক্ষতির।
হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা
তোমাকেই দিব,এ আমার আশা
ভালোবাসা নিয়ে করোনা তামাশা।
বল সখি, তুমি কি সেই আমার রাধা ?
তোমার ভালোবাসার বোঝা-
টানবো আমি সেই গাধা।
তুমি যদি হও শ্রী, তোমার জন্য
পার হবো দুর্গম সব গিরি,
লাইলী হলে মানুষের ঘা‘য়ে হব না ঘায়েল
অপেক্ষায় থাকবো কখন বাজে তোমার পায়েল।
রজকিনী হলে তুমি,বরশি বাইবো সারা জীবন,
ভালোবেসে যাবো আমি,পাই বা না পাই তোমার মন
যত সব কষ্ট আছে সইবে আমার মন।
Leave a Reply