রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:২০ পূর্বাহ্ন
কবিতাঃ সূয্যি মামার বিয়ে
কবিঃ খালেদা বেগম লাভলী
সূয্যি মামার বিয়ে দেবে
ভাবছে ভাগ্নো মেঘ।
কনের সন্ধান করতে গিয়ে
পেতে হল বেগ।
অবশেষে চাঁদ মামনির
মিলল যখন দেখা,
এবার থেকে ভাবল মামা
থাকবে না আর একা।
মামা বলে মেয়ে দেখা
বিয়ে তার পর।
ভাগ্নে এবার দিশেহারা,
একি কারবার?
দিন ছাড়া সূয্যি মামার
দেখাই মেলে না।
চাঁদ জানে রাতের সাথী
দিনে সে ওঠে না।
এমন বিপদ দেখে মেঘ
হলো কিংকর্তব্যবিমূঢ়।
চাঁদ সুরুজকে মিলাতে সে
ভেবেই একাকার।
সূয্যি মামার দিনে জন্ম
চাঁদ রাতের তরে।
দিন ও রাতকে মিলাবে সে
কেমনে, কেমন করে?
অবশেষে সূয্যি তখন
ভীষণ রেগে গেলে।
সারা দেশকে পোড়াচ্ছে সে
কঠিন তাপ অনলে।
Leave a Reply