রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:যশোরে পৃথক দুইটি চুরি মামলায় তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু আসামিদের জবানবন্দি গ্রহন শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে হিমেল হোসেন, খুলনা তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের গোলজার সরদারের ছেলে মুজাহিদ হোসেন ও যশোর সদরের আরবপুর এলাকার শুকুর আলীর ছেলে আলাউদ্দিন।
গত ১৮ সেপ্টেম্বর যশোর সদরের বোলপুর গ্রামের সজিবের বাড়িথেকে তার একটি মোটরসাইকেল ও মোবাইল চুরি হয়। এঘটনায় মামলা করেন তিনি। পরে আলাউদ্দিন ও মুজাহিদ আটক করে আদালতে সোপর্দ করলে তারা স্বীকার করেন। আলাউদ্দিন বলেন ঘটনারদিন সে মোটরসাইকেল চুরি করে নড়াইলের মতি মেম্বারের কাছে বিক্রি করে দেয়। অপর আসামি মুজাহিদ বলেন, মোটরসাইকেলটি সে নড়াইলের মতি মেম্বারের কাছথেকে কেনেন।
এদিকে, গত ২ সেপ্টেম্বর সদরের সুজলপুর এলাকার একটি বাড়ি থেকে গ্রীল কেটে একটি ঘরথেকে মোবাইল, ল্যাপটপ, ও নগদ টাকা চুরি হয়। এঘটনায় বাড়ি মালিক সমির রায় মামলা করেন। এ মামলায় আটক হয় হিমেল। হিমেল জানায় ল্যাপটপ ও মোবাইল আলাউদ্দিনের কাছ থেকে তিনি ক্রয় করেন। পরে জানতে পারে এটি চোরাই পণ্য।
Leave a Reply