বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৫:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: তক্ষক সাপ বেচাকনা চক্রের চার সদস্যক কোতয়ালি থানা পুলিশ বুধবার গভীর রাতে সদরের কচুয়া পশ্চিম পাড়ার আবাদ কচুয়া প্রাইমারী স্কুলের পিছন থেকে গ্রফতার করেছে।। এ সময় ১২ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার করেছে।
আসামীরা হচ্ছে সাতক্ষীরার কলারােয়া উপজলার তুলসিডাঙ্গা গ্রামের আব্দুল হকের ছেলে মোস্তাক বিল্লাহ,যশোরের কেশবপুর বুড়ালীয়া গ্রামের আব্দুল মজিদর ছেলে ইউনুছ,একই উপজলার মঙ্গলকাট গ্রামের শওকত মোড়লের ছেলে রফিকুল ইসলাম ও সাতক্ষীরা জেলার পাটকল ঘাটা উপজলার নওয়া কাটি গ্রামের এরশাদ আলী সরদারের ছেলে আলমীর হাসন।
এ ঘটনায় কোতয়ালি থানার এএসআই আল মিরাজ বাদি হয়ে মামলা করেছে।
Leave a Reply