বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামহীন – ২০৪
গোলাম কবির
গভীর নিশিতে ঘুম ভেঙে দেখি,
স্বপ্ন আমার হারিয়ে গেছে
দুঃস্বপ্নের অতল গহ্বরে!
তিল তিল করে গড়ে ওঠা
বিশ্বাসের ভিত উপড়ে গেছে
অবিশ্বাসের ঝড়ে!
এখন পড়ে আছি
শূন্য ভিটায় হাঁটু মুড়ে,
দু’চোখে প্লাবন ভাসা জল নিয়ে
অপেক্ষায় সাদা কাফনের সাজে!
Leave a Reply