শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৭:১৬ অপরাহ্ন
স্বাবলম্বী নারী
রিতুনুর
নারীরা এই সমাজে
প্রতিষ্ঠিত হতে কতো কি করে
পুকুরের পানিতে নেমে
মাছ ধরে।
কেউ চালায় গাড়ি,
কেউ মাজে হাঁড়ি
স্বাবলম্বী হওয়ার জন্য
থাকে না বসে এখন অনেকেই ঘরে
তিলে তিলে নারী কতো সঞ্চয় করে,
বিপদে আপদে নারী
সংসারের হাল ধরে।
আমাবস্যার রাতে নারী,
প্রদীপ জালায়,
নারী দেখলে আজকাল চোর পালায়।
নারীরা নিজেকে ভুলে কষ্ট করে,
সুখের মুখ দেখলে নারী
খুশিতে লাল নীল বেনারসি শাড়ি পড়ে।
নারীকে একা পেয়ে কেউ
ভুলেও করনা নির্যাতন।
নারীর কিন্তুু আছে কোমল একটা মন।
নারী হলো একটা নিমগ্ন পাহাড়,
নারীর কাছে মানতে হয় একসময় হার।
আগুনে পুড়ে যেমন হয় খাঁটি সোনা
তার পড়ে বলে সবাই গিনিসোনা।
নারী হলো তেমনি সৃষ্টির অনন্ত প্রেম,
নারীর সাথে খেলেনা কেউ ছলচাতুরীর গেম।
Leave a Reply