শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৬:২০ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
কোতয়ালি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আলাদা অভিযান চালিয়ে বৃহস্পতিবার ৪ আগষ্ট রাতে ৭০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় একটি মোটর সাইকেল জব্দসহ এবং পিতা পুত্রসহ ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের আশ্রম রোড হারান কলোনী মহিলা মাদ্রাসার পাশে মৃত আব্দুল হকের ছেলে শাহাদৎ হোসেন,সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে তরিকুল ইসলাম,সদর উপজেলার রামনগর ধোপাপাড়ার মৃত তুরফানের ছেলে বরকত আলী ও ছেলে হাবিবুর রহমান। এঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার ৫ আগষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই শফিউর রহমান জানান,বৃহস্পতিবার ৪ আগষ্ট রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার রাজারহাট গ্রামের চামড়ার বাজারের সাথে লাগানো মনিকা পাম্পের পিছনে জনৈক সাইফুল শেখের মালিকানাধীন বন্ধন ফ্যাশনের সামনে থেকে বরকতর আলী ও তার ছেলে হাবিবুর রহমানকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে,কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে, থানার একজন এসআইসহ একদল পুলিশ বৃহস্পতিবার ৪ আগষ্ট রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার দায়তলা গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর শাহাদৎ হোসেন ও তরিকুল ইসলামকে গ্রেফতার করে। চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা চেকপোষ্ট বসিয়ে নাম্বার বিহীন বাজাজ সিটি মোটর সাইকেল আরোহী উক্ত দু’জনকে গ্রেফতার করে। শাহাদৎ হোসেনের কাছে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা যশোর থেকে ফেনসিডিল নিয়ে নড়াইলে যাচ্ছিল বলে কোতয়ালি মডেল থানা পুলিশ খবর পেয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে ক্যাপের দু’জন এএসআইসহ একদল পুলিশ তৎক্ষনিক চেকপোষ্ট বসিয়ে মোটর সাইকেল আরোহী দু’জনকে গ্রেফতার করে ও তাদের দখলে থাকা ৭০ বোতল ফেনসিডিল জব্দ করে।
Leave a Reply