শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৬:০৬ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরে চিহ্নিত সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী আলম হোসেন (৩৮)কে কৌশলে ভ্যানসহ নিয়ে ভাড়া না দিয়ে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় শুক্রবার যশোর সদর উপজেলা আগ্রাইল গ্রামের মৃত আকবর আলী শেখ এর ছেলে রাশিদুল ইসলাম বাদি হয়ে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামী করেছেন,সদর উপজেলার হুদো রাজাপুর গ্রামের ইউনুচ মোল্যার ছেলে সুমন মোল্যা ও উপশহর আর্ট কলেজের পিছনে হামিদের ছেলে নাহিদ।
রাশিদুল ইসলাম মামলায় উল্লেখ করেন,তার প্রতিবেশী ভাইপো মৃত বাগান আলীর ছেলে আলম হোসেন একজন কাঁচামালের ব্যবসা করে। সে গ্রামের হাট হতে কাঁচামাল ক্রয় করে নিজস্ব ভ্যান যোগে সদর উপজেলার শেখহাটি হাইকোর্ট মোড়ে বিক্রয় করে। গত ৪ আগষ্ট বৃহস্পতিবার রাত ১১ টায় শেখহাটি হাইকোর্ট মোড়ে কাঁচামাল বিক্রয় করে বাড়ি ফেরার পথে রাজাপুর জামতলা নামকস্থানে আলম হোসেনকে ওই দুই সন্ত্রাসী দাঁড় করায়। তাদের খুব বিপদ বলে তাদেরকে রাজাপুর প্রাইমারী স্কুলের কাছে দিয়ে আসতে আলম হোসেনকে অনুরোধ করে। আলম হোসেন তাদের কথা মতো দু’জনকে নিয়ে রাত সাড়ে ১১ টায় রাজাপুর প্রাইমারী স্কুলের আগে হুদারাজাপুর গ্রামের জনৈক অলিয়ার রহমানের বাড়ির সামনে পৌছালে আসামীরা নামিয়ে দিতে বলে। আলম হোসেন তাদেরকে ভ্যান হতে নামিয়ে দিয়ে ভাড়া চাইলে আসামীরা কোন ভাড়া দিতে পারবেনা বলে জানায়। এক পর্যায় ভয়ভীতি দেখাতে থাকে। তারপরও আলম হোসেন তাদেরকে কাছে টাকা চাওয়ায় সন্ত্রাসী দু’জন ক্ষিপ্ত হয়ে বার্মিজ চাকু দিয়ে আলম হোসেনের শরীরে বিভিন্নস্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। আলম হোসেন ডাক চিৎকার দিলে স্থানায়ী লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আলম হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply