শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৫:৫১ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল-এর জন্মদিন উপলক্ষে টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে টুঙ্গীপাড়া ও কোটালিপাড়া উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ফলমূল, শাক-সবজী ও সরিষা বীজ বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি।
আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল-এর জন্মদিন উপলক্ষে টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে টুঙ্গীপাড়া ও কোটালিপাড়া উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ফলমূল, শাক-সবজী ও সরিষা বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের সঞ্চালনা এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
Leave a Reply