শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৭:০৭ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরে ভাবী ও ভাইপোকে কোল্ড ড্রিংসের সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে টাকা লুট করার চেষ্টার অপরাধে ছোট ভাইয়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে বড় ভাই। বড়ভাই শহরের কাজীপাড়া আবু তালেবের সড়কের আব্দুর রহমানের ছেলে সুমন্ত রহমান। আসামি তার ছোট ভাই রাজন্ত রহমান রাজন। এ ঘটনায় ছোটভাইকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটকের পর রাজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলায় বড় ভাই সমন্ত উল্লেখ করেছেন, তিনি জেলার বাইরে চাকরি করেন। মাঝে মধ্যে বাড়িতে যান। তার স্ত্রী, সন্তান ও ভাই একই বাড়িতে থাকেন। তার গচ্ছিত টাকা তার স্ত্রীর কাছে থাকে। বিষয়টি ছোট ভাই জানতে পারে তা লুট করার ষড়যন্ত্র শুরু করে। নানা রকম হয়রানী ও ভয়ভীতি দেখাতে থাকেন। সর্বশেষ গত পহেলা অক্টোবর রাতে ছোট ভাই রাজন কোল্ড ড্রিংস মোজোর মধ্যে চেতনা নাশক ওষুধ মিশিয়ে এনে ভাবীকে খেতে দেয়। ভাবী তা না খেয়ে রেখে দেয়। পরে ওই মোজো তার ছেলে আবরার (৩) খায়। খাওয়ার পর পরই অসুস্থ্য হয়ে পরে আবরার । পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার চেতনা নাশক ওষুধ খাওয়ানো হয়েছে বলে জানায়। পরে বাদী বুধবার এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ বাড়ি থেকে রাজনকে আটক করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply