বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৮:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে ডিবি পুলিশ শহরতলীতে অভিযান চালায়। এ সময় হত্যা মামলার আসামি আকিবুর রহমানকে আটক করে। তার স্বীকারোক্তিতে ডিবি পুলিশ বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে।সে যশোর সদরের চাঁচড়া চেকপোষ্ট এলাকার বাসিন্দা ও ইমরুজ হত্যাকান্ডের দুই নম্বর আসামি।
যশোর ডিবির ওসি মারুফ আহমেদ জানান ইমরুজ হত্যাকান্ডের দুই নম্বর আসামি আকিবুর রহমানকে দুইদিনের রিমান্ডে নেয়া হয়। এ সময় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনের কথা স্বীকার করে।মামলার তদন্তকারী অফিসার এসআই শামীম হোসেন বুধবার ভোর রাতে ভাতুড়িয়ার সিরাজুল ইসলামের পুকুর পাড়ের মাটির নিচ থেকে একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে ।
Leave a Reply