বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৪:৫৩ অপরাহ্ন
জোড়া শালিক
রিতুনুর
তৃষিত মন যখন খুঁজতো ভালোবাসা
জোরা শালিক দেখলে মনটা বুঝতো,
দিনটি বুঝি ভালোই যাবে।
জোড়া শালিক ও
ভালোবাসার একটা উপমা।
গোধূলি লগ্নে কিংবা,
শিশির ভেজা সকালে
শালিকের ওড়াউড়ি কিচিরমিচির ডাক,
আমার খুব ভালো লাগে।
তাইতো খুব সকালে উঠে
দু-চোখ মেলে খুঁজে খুঁজে
ওঁদের বিস্কুট পাউরুটি ছিটিয়ে দেয়া
পাশের বাড়ীর ছাঁদে।
প্রকৃতির সব পাখি আমার ভালো লাগে।
ছোট পাখি টুনটুনি চড়ুই
বুলবুলের ভালোবাসা দেখলে
নিজের মনে ভালোবাসা জাগে।
ইচ্ছে করে ওঁদের মতো কাছে এসে
পাশে বসে ভালবাসুক কেউ।
আসলে মানুষের ভালোবাসায় অনেক ছলচাতুরীর মিথ্যা বানোয়াটের ঝুলি
চির বেদনার তবু এই বেদনা
অমৃতের মনে হয় ভালোবাসার ক্ষেত্রে।
Leave a Reply