বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৫:২৮ অপরাহ্ন
তান্ডব
সিমা এম জাহান
মিউজিক্যাল ঘুমে গড়গড়ে
নাকে মেখে সরিষা তেল
রাগধারীর বাগধারা কড়কড়ে
চুন খসলেই মাথায় ছুঁড়ে বেল।
কলকল তান্ডবে নৃত্যে বদরানী
বশে নাগরাজ পা চাটে চুপচাপ
তোরা ভাগ হোক এখন রজনী
ব্যাগ গুছিয়ে এবার রাস্তা মাপ।
আবেগ রপান্তরে সন্ধিতে রোগ
বিবেক ভক্ষনে বুড়োবুড়ির শোক
জ্ঞানপাপীর জ্ঞানে বিলাসী ভোগ
ডালভাতে পেট চলে ক্ষুধার্ত বুক।
Leave a Reply