বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৬:৪৫ অপরাহ্ন
অপেক্ষা,স্বস্তির জন্য
সিমা এম জাহান
সুখবিলাসের পর–
পেছনটা সামনে পরিচ্ছন্ন ভাসলেই–
একদিন হলেও ভালবাসবি!
যখন ছায়াছবির শেষ দৃশ্যে হাঁটবি–
অন্ধকারের ডাক গ্রাহ্য করে!
তখন ঠিক বুঝবি আমি অসুস্থ থাকি–
তোর পায়ের ছাপ দেখে দেখে,
যেপথে শেষবার হেঁটেছিলাম তোর সাথে।
এতো জানবে সাধ্য কার!
তৃতীয় সবারই অজান্তেই–
চোখে রক্তজল!
বক্ষে তুসের আগুন!
এইসব দিনরাত্রির পর–
তোর দৌড়-হুল্লোড়-বিলাসী চাহিদা শেষ হলে–
আমার হৃৎপিন্ডের দপদপ–
বিদায়ী পা’তে হেঁটে দিগন্তে মিলিয়ে গেলে–
আমি একবার হলেও আকাশ দেখতে চাই!
চোখের মাপে!
জোরে নিঃশ্বাস নিয়ে-আস্তে আস্তে ছেড়ে!
সুস্থতায় না হোক-স্বস্তিতে।
Leave a Reply