শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৭:০৩ অপরাহ্ন
যাব না কেন? যাব
মুনিরুল ইসলাম চঞ্চল
যাব না কেন?
জলের ডাক পেলেই যাব;
তবে আজ নয় অন্য কোনোদিন…
এখানে এখন
রোদজ্বরে পুড়ছে শহর; চন্দ্রকলায় জোছনাখরা
সাদাকালো গল্পগুলো; মায়ার রঙিন মলাটমোড়া
তবু বন্ধুর পথে; সূর্যদহন ফেরি করে চলে
জীবন নামের আরব বেদুইন।
যাব না কেন?
মৃত্যুশীতল ডাক পেলেই যাব;
তবে আজ নয় অন্য কোনোদিন…
এখানে এখন
বসুধা জুড়ে যুদ্ধজরা
ভ্রমরের কাঁধে শ্মশান চলে
মধু-ফাঁদে ফুলেদের মরা
ঘৃণার বানিজ্যিক বিজ্ঞাপন দেবালয় জুড়ে
বিভ্রান্ত দেবকূল দিগভ্রান্ত-দিশেহারা
উল্লসিত অর্থনীতি; বর্ধিষ্ণু প্রবৃদ্ধি প্রলোভন,
সুখ-সুখ অসুখের মায়া
তবুও পৃথিবীর পথে; জরায়ু-আঁধার চিড়ে আসছে
আশার আগামী প্রজন্ম
কাঁধে নিয়ে আমাদের বিবর্ণ বসন্ত ঋণ।
আজন্ম লালিত প্রিয় মৃত্যু, তোমাকে অভিবাদন…
যাব না কেন?
শীতল হিমের ডাক পেলেই যাব;
শুধু চাই একটু সময় ঋণ
যাবার আগে;
জীবন দহনে পোড়া
কিষাণী প্রিয়ার
মলিন আঁচলে বেঁধে দিতে চাই…
সাদাকালো বায়োস্কোপ জীবনে স্বপ্ন-রঙিন;
আমাদের এক পশলা বৃষ্টিভেজা
সুখি শ্রাবণ মেঘের দিন।
Leave a Reply