সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ১২:২৮ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২৯২ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৩৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫ হাজার ৬০৬ জন।
এ সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ।
Leave a Reply