বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৫:০২ অপরাহ্ন
আমরা সবাই কবি
গোলাম কবির
আমরা সবাই কবি হলাম
ফেসবুকেরই কল্যাণে!
ভুল বানানে তাই লিখে যাই
অবিরাম যতো
দূর্বল লিখা গুলো,
সেসব কবিতা হোক
কিংবা না হোক চিন্তা কিসের!
কেউ কেউ নামের আগে
জুড়ে দিই কবি খেতাব খানি!
লাইক, কমেন্ট সবই পেয়ে যাই
পরিচিত সবারই, বোদ্ধা পাঠক
না হলে তো আরো ভালো!
সমালোচনা তো আর
শুনতে হলো না কোনো!
আমি আকাশ,
তুমি বাতাস!
আমি ঘুড়ি ওড়াই ,
তুমি নাটাই হতে সুতো ছেঁড়া ঘুড়ি!
আহা! বেশ, বেশ!
এভাবেই অনন্য প্রেমের কবিতা
গুলো নির্ভয়ে লিখে চলি!
কেউ কেউ কবি হবার বাসনায়
আকুল হয়ে অন্যদের কবিতা
কপি করে ছাড়ি ফেসবুকে,
বুকের পাটা বড়ো করে!
কেউ লজ্জা শরমের মাথা খেয়ে
রবীন্দ্র, নজরুল কিংবা জীবনানন্দ দাশ
এমনকি হাল আমলের মহাদেব সাহা,
নির্মলেন্দু গুণের কবিতা সুযোগ পেলেই
নিজের বলে কোনো অনলাইন গ্রুপে
পোস্ট করে সেরা কবিতা ও কবির
সার্টিফিকেট নিয়ে বড়াই করি!
আহা হা! আমরা সবাই যে কবি
হলাম ফেসবুকেরই কল্যাণে,
তাই তো ধন্যবাদ জানাই
নিরীহ ফেসবুককের প্রতিষ্ঠাতা
মার্ক জাকারবার্গ মামুকে।
Leave a Reply