শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৭:০৯ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক :
সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৮৮ জনে। এ সময় শনাক্ত হয়েছেন ৩৪৯ জন।এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জন। শনিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৪ ঘণ্টায় ৫ হাজার ১১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।
Leave a Reply