শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৫:৪৫ অপরাহ্ন
স্বপ্ন রঙিন
দেবীকা সেনগুপ্ত
চিনি নে যাকে,ভয় কি আর তাঁরে?
অজানাকেই জানবো আমি , জীবন ভোরে ।
চিরদিনই স্বপ্ন রঙিন, থাকবে অচেনা ।
চেনার মাঝেই অচেনা কে, খুঁজব জীবন ভোর।
অচেনার গন্ডি আমায় , বাঁধবে অচিন ডোর ।
প্রণয় ভাষা, অচেনাই হয়, তাই তো লাগে দোলা।
হৃদয় মাঝে, তরঙ্গ তোলে, যায় না তাঁকে ভোলা।
বিশ্ব ভুবন অচেনা তাই , তাইতো তাঁকে খুঁজি ।
চেনার মাঝেই অচেনা থাকে, মর্ম তাহার বুঝি ।।
Leave a Reply