বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৬:১৪ অপরাহ্ন
ফুলের বাগান আমার
জাহান আরা খাঁন কোহিনূর
মনের অজান্তেই স্বপ্ন বুনেছি হাজার
তিল তিল করে গড়ে উঠেছিল একটি সুখের সংসার
কত সময়ে রাগে ক্ষোভে বিধ্বস্ত হয়েছি কতশতবার
দুটি নয়ন ভিজেছে অশ্রু বন্যায়
দু’চোখে ঘুম আসেনি কতরাত
আবারও ভুলে গিয়েছি রাগ অভিমান
ব্যথা বেদনার পাহাড়
ভাঙাচোরা শব্দের বুননে মেতে
উঠেছিলাম বারংবার,
সুখের বন্যায় ভেসেছি কতশতবার
হাতটি ধরেছি তোমার
কথা দিয়েছিলাম ছেড়ে যাবোনা তোমায়
যাবোনা কোথাও আর।
কোথায় হারালো সুখ দুঃখের
সেই সাজানো গোছানো সংসার
নামের ফুলের বাগান আমার।
Leave a Reply