বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৪:৪৫ অপরাহ্ন
মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর:
দিনাজপুরে বজ্রপাতে নিরব (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় অপর এক শিশু আহত হয়েছে। নিহত নিরব দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও দিনাজপুর সদর উপজেলা ৫নং শশরা ইউনিয়নের ভবাইনগর( চুনিয়া) ডাক্তারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
বুধবার বিকেল ৪টায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায় বুধবার বিকেলে নিরব স্কুল বাড়ী ফেরার পর বৃষ্টির মধ্যে তার এক সহপাটিকে সাথে নিয়ে বাড়ীর সামনে খেলতে যায়। এসময় বজ্রপাত হলে দুইজন আহত হয়। স্থানীয় তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরবে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া মেনে আসে।
নিরবের স্বজনরা জানায়, রাত ১০টায় ভবাইনগর ডাক্তারপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে নিরবের লাশ পারিবারিক কবস্থানে দাফন সম্পন্ন করা হবে।
Leave a Reply