বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৫:৩৫ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর শহরের বেজপাড়া বনানী রোডের আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদের বাড়িতে চাঁদার দাবিতে ভাংচুর লুটপাট ও তার ছোট ভাই সাঈদকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা হয়েছে। বুধবার আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদের মা নুরন্নাহার বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। মঙ্গলবার একই আদালতে বেজপাড়া মেইন রোডের মদন কুমার সাহা চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে আসাদুজ্জামানসহ সাত জনকে আসামি করে মামলা করেছিলেন।
আসামিরা হলো বেজপাড়া বনানী রোডের মৃত খায়ের মিয়ার ছেলে লিপন ওরফে বস্তা লিপন, মদন সাহার ছেলে অমিত সাহা, আক্কাসের ছেলে চ ল, খোকনের ছেলে আকাশ, বেজপাড়ার মেইন রোডের অনিল চক্রবর্তীর ছেলে অঞ্জন চক্রবর্তী, মোক্তার শিকদারের ছেলে নাসির শিকদার, সুনিল ব্যানার্জীর ছেলে গৌতম ব্যানার্জী, নাসির শিকদারের ছেলে সাগর, বেজপাড়া সাদেক দারোগার মোড়ের তোতা মিয়ার ছেলে মাসুন বিল্লাহ, বেজপাড়া কবরস্থান রোডের রাজিব, রায়পাড়া বস্তির বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব ও শংকরপুর আকবারের মোড়ের মাচুয়া কাশেমের ছেলে খাবড়ি হাসান।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে আসাদ ও তার ভাই সাঈদের কাছে চাঁদা দাবি করে আসছিল। আসাদ ও তার ভাই আসামিদের মাঝেমধ্যে আর্থিক সাহায্য করত। এরমধ্যে আসামিরা তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আসাদ শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিষয়টি অবহিত করেন। এতে আসামির ক্ষিপ্ত হয়ে গত ১৪ জুলাই গভীর রাতে আসাদের ডেইরি ফার্মে যেয়ে আসামিরা গালিগালাজ করতে থাকে। আসাদ বেরিয়ে আসলে সারি শিকদার তাকে লক্ষ্য করে গুলি করে। আসাদ পালিয়ে প্রাণে রক্ষা পায়। এরপর আসামিরা আসাদকে খুজতে আশেপাশের বিভিন্ন বাড়িতে তল্লাশি ও ঘরের মালামাল তছনছ করে। আসাদের ঘরে তল্লাশির সময় তার স্ত্রী বাধা দিলে তাকে মারপিট ও গহনা ছিনিয়ে নেয় আসামিরা। সাঈদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়।
Leave a Reply