বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৬:৩৭ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরে এক স্কুলছাত্রীকে অপহরনের অভিযোগে ইমাম হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে চাঁচড়া ফাঁড়ি পুলিশ। ইমাম হোসেন চাঁচড়া সাড়াপোল গ্রামের মফিজুর রহমানে ছেলে। এই ঘটনায় কথিত অপহৃতা স্কুলছাত্রীকেও উদ্ধার করেছে।
ওই ছাত্রীর মা কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে সাড়পোল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্কুল যাতায়াতের পথে প্রায় সময় ইমাম তার মেয়েকে উত্যক্ত করতো। বিয়ে প্রলোভন দেখাতো। কিন্তু তার মেয়ে ওই প্রস্তাবে সাড়া না দেয়ায় তাকে অপহরণের পরিকল্পনা করে। গত ২৫ জুলাই বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সকাল ১০টার দিকে সাড়পোল আমতালার মোড়ে পৌছালে তার মেয়েকে দাঁড় করায় এবং প্রলোভন দেখিয়ে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। অনেক খোঁজ করে না মেয়ে তিনি কোতয়ালি থানায় একটি মামলা করেন।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান জানিয়েছেন, মামলাটি হাতে পাওয়ার পর বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সাড়াপোল গ্রাম থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। একই বাড়ি থেকে আসামি ইমামকে আটক করা হয়েছে। ইমামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply