বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৪:৪৫ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ মোট ৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মোট ৪জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় আলাদা দুইটি মামলা হয়েছে।
যশোর ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আরিফুজ্জামান (৩৪) নড়াইল জেলার সদর উপজেলার আফরা মধ্যপাড়া এলাকার ইসরাইল খানের ছেলে ও মুস্তাফিজুর রহমান (৩১) যশোর সদর উপজেলার হোগলাকান্দা এলাকার বজলুর রহমানের ছেলে।
ডিবি ওসি রুমন কুমার সরকার জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টার দিকে সংবাদ পান সদর উপজেলার রামনগর পিকনিকের সামনে তিন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। এ সময় সেখানে অভিযান চালিয়ে দু’জকে আটক করা হয়। এ সময় সিজার বিশ্বাস সাদ্দাম (৪১) নামে আরো একজন পালিয়ে যায়। সাদ্দাম সদর উপজেলার মুনছেপপুর গ্রামের কামরুজ্জামান অটলের ছেলে। পরে দুত দুইজনের দেহে তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজনের নামে একটি মামলা হয়েছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই সেলিম হোসেন জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেলে পৌনে ৫টার দিকে সদর উপজেলার আমবটতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ ইকবাল হোসেন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। সে চৌগাছার লষ্করপুর মাঝের পাড়ার মফিজুর রহমানের ছেলে।
Leave a Reply