রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:১৬ পূর্বাহ্ন
কবিতাঃ তোমাকে বলছি
কবিঃ খালেদা বেগম লাভলী
এই যে, তোমাকে বলছি শোন ;
নিজেকে বদলে ফেলেছ, ভালো,
খেয়াল রেখো নিজের।
খেয়াল রেখো শরীরের আর
খেয়াল রেখ মনের।
ঠিক সময়ে খেয়ে নিও কিন্তু,
ওগো রাকজাগা নিশাচর!
শরীর খারাপ করবে না বলো!
এত রাত জাগার কি দরকার?
সন্ধ্যা বেলা চা খেয়ে নিও,
সাথে হালকা খাবার।
রাতে ভাত? একদমই নয়,
রুটি, হিসেব রেখ বয়সের।
মসজিদে যেও নামাজ পড়তে,
ভুল করোনা যেন।
শ্রম দিচ্ছ, ভালো ইনকাম,
নামাজে অলস কেন?
বাইরে থেকে এসে আজো কি?
ঢুকে পর লেপের নীচে?
কেন এমন কর? ফ্রেশ হয়ে নাও,
প্লীজ! বুঝিনা কর কি যে।
উষ্ ন পানিতে রুমাল ভিজিয়ে কে বলো!
পা মুছেে দেবে আজ??
বড় ভালোবেসে আমারই মতো
শুনি ; কে করবে এ কাজ??
ছোট বউ বলে আদরের ডাক
ডাকবে না আর হয়তো।
তোমাকে বলছি শোন,
একার কাজ একাই করো বলে
কত যেন হয় ভুলচুক।
এসব ভেবেই দিন ও রাত্রি
ফাঁকা ফাঁকা লাগে বুক।
মাথায় হাত বুলাতে বুলাতে
বুজে আসা তোমার চোখ,
শিশুর মতই কোলে মাথা রেখে
ঘুম পাড়ানির সে সুখ।
মনে রেখনা এসব আজকাল,
তোমাকে বলছি শোন,
যদি শিখে গেলে একলা চলতে
তবে শংকা নাইতো কোন।
মাথার কাছে রেখে ঘুমিও না,
তুলে রেখ সেল ফোন।
দূর ছাই! কেন শংকিত হই?
ভুলেইতো গেছে, ভোলা মন।
Leave a Reply