সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০২:৪৪ পূর্বাহ্ন
কি করে ফেলবে ফাঁন্দে
কাজী রকিবুল ইসলাম
আপন মানুষ খুঁজি স্বজনের ভিড়ে
অর্থ-সম্পদের জন্য আসে তেড়ে
আত্মীয়তা ভুলে স্বার্থের জন্য আছে ঘিরে
আশেপাশে ঘুরে ভাঙ্গছে ঘরে পিড়ে,
স্বার্থের টানে স্বজনরা ছদ্মবেশ ধরে।
স্বার্থের গন্ধে জড়ায় দ্বন্দ্বে,
দিন কাটে শুধু মন্দে
কি করে ফেলবে ফাঁন্দে !
কেউ কেউ শুধু কান্দে,
কে কখন কাকে বান্ধে
জীবন ফেরে না ছন্দে
বেঁচে আছি কোনরকম নিরানন্দে।
আপন‘রা কেউ মাখন খায়,
কেউ কষ্ট বুকে নিয়ে শুধু তাকায়,
স্বজন এর মাঝে মানুষ কোথায় ?
সম্পর্ক শুধু সম্পদ আর টাকায়।
Leave a Reply