বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০৫:০৬ অপরাহ্ন
শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
” নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রামে গত ২৩ জুলাই হতে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপিত হচ্ছে।
আজ ২৪ জুলাই ২০২২ এই কার্যক্রমের অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজাউল করিম। এসময়ে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা, মেয়র (কুড়িগ্রাম পৌরসভা), অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), জেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যান্যরা। র্যালি শেষে কালেক্টরেট পুকুরে সঠিক পদ্ধতিতে মাছের পোনা ছাড়ার মধ্য দিয়ে খামারিদের সচেতনতা বৃদ্ধি করা হয়।
Leave a Reply