বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৫:১৪ অপরাহ্ন
গোলাম কবির এর ”কেনো যে এমন হয়”
আমার যৌবনের দিন গুলোয় গাছের বাকলে
খোদাই করে যোগচিহ্নে আঁকা কতো জনেরই
প্রেম দেখলাম পরবর্তীতে খসে পড়া
উল্কাপিণ্ডের মতো হারিয়ে গেছে অবেলায়
কিংবা শুকিয়ে গেছে মরা নদীর বুকের মতো
হাঁ করা কবর হয়ে, দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে
একদিন হারিয়ে গেছে অসীম শূন্যে।
তারা কি তবে জানতো তাদের প্রেম
একদিন ফুরিয়ে যাবে কিংবা
জনারণ্যে হারিয়ে যাবে!
সেইজন্যই পার্কের বেঞ্চে বসে অপেক্ষার
প্রহর গুনতে গুনতে লিখেছিলো
তাদের নাম যোগচিহ্ন এঁকে!
অথচ হৃদয়ের গভীরে আঁকা সেই নাম
তো থেকে যাবার কথা ছিলো আমৃত্যু,
তাদের কি সন্দেহ ছিলো তবে প্রেম নিয়ে!
কেউ কেউ আবার হয়তো নতুন করে
প্রেমে পড়ে জীবনকে ভালোবেসে,
কেউ হারিয়ে যায় কালের অতল গহ্বরে
নামহীন গোত্রহীন মানুষের মতো!
কেনো যে এমন হয়? অথচ দুই নদীর
জলও তো মোহনায় এসে মিলেমিশে
একাকার হয়ে যায় ভালোবাসায়!
ভালোবেসে নিরবধি বয়ে যায়,
মিলেমিশে আনন্দে ধেয়ে চলে সাগর পানে।
Leave a Reply